রবিবার, ৯ জুলাই, ২০১৭

ঝিঙে মাচায় দুটি পাখি


______________________
ভোরবেলা ওঠে দেখে
মোর দু'টি আঁখি,
ঝিঙে মাচে বসে আছে
নীল দু'টি পাখি!

পিঁউ পিঁউ ডাকে তারা
ডালে ডালে বসে,
মূলে তারা বলে কথা
নেচে হেসে হেসে!

নাবিলা...


____________________________
নাবিলা। দশ বছর বয়সের ছোট্ট এই
মেয়েটির বাড়ি পাকিস্তানের উত্তর
ওয়াজিরিস্তান প্রদেশে। এলাকারই
একটি স্কুলে ক্লাস ফোরে পড়ে সে।
তার বাবার নাম আব্দুল আহাদ।
তিনি উত্তর ওয়াজিরিস্তানের
একটি ইসলামী এনজিওতে চাকরি করেন।
বেতনের পরিমাণ নেহায়েত কম। যার
কারণে পরিবারের সদস্য কম
থাকা সত্ত্বেও টেনেটুনে চলতে হয়।
আগামী শনিবার নাবিলার জন্মদিন।
আব্দুল আহাদ সাহেব বৃহস্পতিবার
রাতে স্ত্রীকে বললেন,
শনিবারে নাবিলার জন্য
ভালো একটি পোশাক আনবো।
কী বলো?
: হ্যাঁ, তাই করো।
মেয়েটা পুরনো কাপড়ে সব সময়
স্কুলে যায়। অন্তত
জন্মদিনে তাকে একটা নতুন
জামা দাও।
আজ শনিবার। নাবিলা স্কুলে গেছে।
আব্দুল আহাদ সাহেব অফিস
থেকে ফেরার সময় মার্কেটে গেলেন।
সুন্দর
দেখে ভালো একটি জামা কিনলেন
নাবিলার জন্য।
ফিরতে বিকেল হয়ে গেলো।
নাবিলাদের স্কুল পেরিয়ে বাড়ির
দিকে কিছু এগিয়েছেন। দেখেন
একটি ময়দান মতো জায়গায় মানুষের
বেশ জটলা।
সেখানে গিয়ে তিনি বাকরুদ্ধ
হয়ে গেলেন। দুটি মেয়ের রক্তাক্ত
লাশ মাটিতে পড়ে রয়েছে। তার একজন
নাবিলা! আরেকজন তার ক্লাসমেট
মারিয়া।
নাবিলাকে ধরে তিনি আর্তনাদ
করে উঠলেন।
আধঘণ্টা আগে এদিকে একটি ড্রোন
চক্কর দিয়ে চলে গেছে। মেয়েরা তখন
খেলায় ছিলো। ড্রোন
দেখে অন্যরা দৌঁড়ে পালিয়ে গেলেও
মারিয়া আর
নাবিলা পেছনে পড়ে গেলো। আর
তখনই ড্রোন থেকে তাদের
কাছে একটি বোমা পড়লো। রক্তাক্ত
শরীরে কাতরাতে কাতরাতে ফুটফুটে দুটি শিশু
নিস্তেজ হয়ে গেলো!
আব্দুল আহাদ সাহেব নাবিলার লাশ
নিয়ে পাগলের
মতো দৌঁড়াতে লাগলেন।
পেছনে পড়ে রইলো তার পোশাকের
ব্যাগ। ... ...
________________________
পুনশ্চঃ ইসলামী এনজিও দেখে কেউ
ভুল বুঝবেন না। NGO = Non
Government Organization.
অর্থাৎ, প্রত্যেক
বেসরকারি সংস্থাকেই এনজিও
বলা যায়।
তবে আমাদের দেশে যেহেতু
অনৈসলামিক এনজিও বেশি,
একারণে আমরা বুঝি এনজিও মানেই
ইসলাম বিরোধী সংগঠন।
আসলে ইসলামী এনজিও ও আছে।

নতুন দিনের ডাক

___________________________
নতুন দিনের ডাক দিয়ে যাই
সত্য ন্যায়ের গাই রে গান,
হকের ঝাণ্ডা বুলন্দ করে
জাগ রে আবার মুসলমান।
হকের ছায়ায় আস রে সবাই
দীনের তরে আওয়াজ তোল,
বাতিল সকল দূর হয়ে যাক
পাল্টে দে রে ওদের বোল।
নতুন দিনের ডাক দিয়ে যাই
নতুন সুরে গাই রে গান,
সব অভিশাপ ঝেরে মুছে
জাগবে আবার মুসলমান।

#25/10/2014_Saturday_06:00AM

রবিবার, ৭ আগস্ট, ২০১৬

চাই যে শুধু পেতে


.
বন্ধু তোমায় মনে পড়ে
একলা হই গো যবে,
একাকিত্ব ভেঙে তোমার
দেখা পাব কবে!
.
তোমায় ভেবে আমার মনে
সদা লাগে দোলা,
তোমার কথা ভেবে আমি
হই গো আত্মভোলা!
.
তোমার বুকের গভীর জলে
ঠাঁই পাব কি আমি,
এসব কথা ভেবে ভেবেই
কাটাই দিবসযামী!
.
একটি বার তাই নাও না ডেকে
ভালোবাসা দিয়ে,
বুকের কষ্ট দূর করে দাও
তোমার বুকে নিয়ে!
.
তোমার বুকের অতল প্রেমে
চাই হারিয়ে যেতে,
সব হারিয়ে তোমায় আমি
চাই যে শুধু পেতে!

বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬

★★★ আমি যবে... ★★★


আমি যবে শুদ্ধ হব
সত্য ন্যায়ের যুদ্ধ হব
হব ভীষণ ক্রুদ্ধ,
হকের পথে চলতে গিয়ে
সত্য কথা বলতে গিয়ে
থাকব নাক' রুদ্ধ।
.
আমি যবে শান্তি হব
সবার মনের কান্তি হব
হাসবে গরিব চাষা,
হক আদায়ে নামব মাঠে
গ্রাম-শহরে, বাজার-হাটে
জন্ম দেব ভাষা।
.
আমি যবে শক্তি হব
সত্য ন্যায়ের ভক্তি হব
হবে সবাই সুখী,
স্বপ্ন সবার সুখের হবে
শান্তি সুখে থাকবে সবে
কেউ রবে না দুখী!

বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

জীবনের মানে


জীবনের মানেটা যে
খুব বেশি সোজা না,
কিভাবে বা কে চলে
এসব যে খোঁজা না।
.
এখানে ওখানে ঘোরা
উদাস হয়ে হণ্টন,
উপযাজক হয়ে করা
বিদ্যে-বোঝা বণ্টন।
.
খোঁজে বের করা শুধু
অপরের যত দোষ,
আপনারে নিয়ে তবু
আপ্লুত সদা খোশ।
.
জীবনটা গড়ার লাগি
নিজে শোধরানো চাই,
কঠোরতা ত্যাগ করি
একে অপরের ভাই।
.
পথেঘাটে লাঞ্ছনা
হতে পারে সইতে,
অপরের বোঝা কত
হতে পারে বইতে।
.
শোক, দুঃখ, বেদনা সব
থাকুক মন-গভীরে,
মানুষের কাছে ভাসুক
আনন্দ ছবি রে!

শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬

অন্তরে দগদগে ঘা!

.
আমার ভেতরে বাস করে—
পরস্পরবিরোধী কিছু সত্ত্বা!
কেউ বলে, 'নিজেকে প্রকাশ কর;
অন্তত বেঁচে থাকার জন্য হলেও—
কোনো একটা অবলম্বন দরকার।'
কেউ বলে, 'না; কী লাভ নিজেকে ছড়িয়ে দিয়ে?
সম্পর্কের বাগডোরটা নিজের হাতেই রাখ!' ...
.
মাঝেমধ্যে— বোধহয় নিজের হতাশা
ঢাকার জন্যই— ছুটে যাই;
কোনো সাধারণ মানুষের কাছে।
জিজ্ঞেস করি— 'আপনি কি সুখী?
জীবনটা নিজের কাছে বিষাক্ত লাগে না তো?'
কেউ জবাব দেয় না; বিরক্ত হয়,
কেউ ভ্রু-কুঞ্চিত করে।
কেউ ভাবে— পাগল!
আমি ফিরে আসি— আপন ভুবনে।
অন্তরে গভীর দগদগে ঘা নিয়ে!